হাতিরঝিলে বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

হাতিরঝিলে বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলের ফারজানা (১৪) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বড় মগবাজারের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম এ তথ্য জানান।

ফারজানা ভোলার মো. রবিউলের মেয়ে। সে বড় মগবাজারে শাহাবুদ্দিন সবুজ নামে এক টায়ার ব্যবসায়ীর বাসায় গৃহপরিচারিকার হিসেবে কাজ করতো।

এসআই বলেন, ‘শনিবার দিবাগত রাতে খবর পেয়ে বড় মগবাজার একটি ভবনের তৃতীয়তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ ব্যবসায়িক কাজে বরিশালে গিয়েছিলেন। শনিবার রাত দেড়টার দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমের বাথরুমের দরজা বন্ধ পান। পরে ফ্রেশ হয়ে‌ পুনরায় বাথরুমের দরজার নক করে কোনও সারা-শব্দ পান না। তখন বাসার সবাই মিলে দরজা ভেঙে দেখতে পান বাথরুমের কাপড় টানানোর স্টেনে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ফারজানা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।’

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে জানান পুলিশের এই কর্মকর্তা।

শাহাবুদ্দিন সবুজ জানান, ফারজানা তার বাসায় তিন বছর ধরে গৃহপরিচারিকা হিসাবে কাজ করে আসছিল। সে কী কারণে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি।

তিনি বলেন, ‘আমার স্ত্রী ক্যানসারের রোগী। আমাদের ৯ ও ১২ বছর বয়সী ‍দুই ছেলে বাসায় ছিল।’