হজে হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

হজে হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা: পবিত্র হজ করতে গিয়ে মিনায় রাস্তা ভুল করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়। শুক্রবার (৩০ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চারজন মন্ত্রীসহ ধর্ম প্রতিমন্ত্রীর খোঁজ করছিলেন সরকারের প্রতিনিধি দলের প্রায় সাড়ে ৫০০ সদস্য। পরে ৫ ঘণ্টা পর খোঁজ মেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। তাই এক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের আত্মীয়স্বজনকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।