সড়কের পাশের খাদে পড়েছিল মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

আজ রোববার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বৈশামুড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সড়কের পাশের খাদে পড়েছিল মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়কের পার্শ্ববর্তী খাদ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বৈশামুড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সকালে সড়কের পার্শ্ববর্তী খাদে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটির মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ডান পাশে বগলের নিচে দাগ রয়েছে। তাকে হত্যার পর ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহটির পরিচয় শনাক্তে এরই মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom