সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন
প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাজুরপাড়া চরতার রেলওয়ে ব্রিজ এলাকার রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জামতৈল রেলস্টেশন মাস্টার ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, ভোরের দিকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার জাগো নিউজকে বলেন, ওই অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।