সরকারকে অপসারণ করতে না পারলে দেশ বাঁচানো যাবে না: মান্না
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
প্রথম নিউজ, অনলাইন: ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অপসারণ করতে না পারলে দেশের জনগণকে বাঁচানো যাবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ‘কর্তৃত্ববাদী শাসকেরা অন্যের কথা ভাবে না। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ভারতের চেয়ে দ্বিগুণ খরচে বাংলাদেশে মেট্রোরেল করা হয়েছে। নির্মাণ ব্যয় বাড়ানোর নামে জনগণের অর্থ লুটপাট করা হচ্ছে। কর্তৃত্ববাদী সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলি, আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন। দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে। দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করেছে এই সরকার। ব্যাংক ধ্বংস করেছে, বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।’
‘রিজার্ভ এখন ১৪ বিলিয়ন ডলারে নেমেছে’ উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘৪ বিলিয়ন ডলার দিতে হবে জ্বালানি খাতে, আগামী ৬ মাসে বিদেশি ঋণের সুদের কিস্তি দিতে হবে ২০০ কোটি ডলার। ৬ মাস পর এই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে?’
সেমিনারে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী নূর খান লিটন, অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
বক্তারা বলেন, ‘নির্মাণ কাজে ব্যয় বৃদ্ধির নামে রাষ্ট্রের কিছু গোষ্ঠী জনগণের অর্থ লুটপাট চালিয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসন নিরাপদ রাখতে দেশে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করা হয়। দেশের সংঘবদ্ধ গোষ্ঠী জনগণের অর্থ লুটপাট করছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই কর্তৃত্ববাদী শাসনকে বিদায় জানাতে হবে।’