‘সরকার পেটুক বাহিনীর চিন্তা করছে: খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরছে মানুষ’
সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে। দরিদ্র মানুষের ব্যাথা বুঝতে পারছে না
প্রথম নিউজ, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের গা দেয়ালে ঠেকে গেছে। কিন্তু সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে। দরিদ্র মানুষের ব্যাথা বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, আমি নিজে দেখেছি, খাবারের অভাবে মানুষ বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে। কিন্তু কিনতে পারছে না। খালি ব্যাগ নিয়ে ফিরছে। কারণ তাদের কেনার সামর্থ্য নেই। বাচ্চাগুলো ক্ষুধায় কাতরাচ্ছে। এগুলো এখন সরকার দেখে না। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারতে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মদের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের কথা বলে পণ্যের দাম বাড়াচ্ছেন। কিন্তু বাইরে কমার পরে তখন আর দেশে কমে না। কেরোসিনের দাম এখন আন্তর্জাতিক বাজারে কম, তাহলে কেন দেশে কমাচ্ছেন না!
তিনি বলেন, উল্টোদিকে মদের লাইসেন্স দিবেন ২১ বছরের ছেলেদের। আপনারা সারাজীবন বলেছেন যে বিএনপি মদের লাইসেন্স দিয়ে দেশের যুবসমাজ ধ্বংস করেছে। তাহলে এখন এ সিদ্ধান্ত কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, যারা সত্যিকারে বঙ্গবন্ধুর চেতনার বিশ্বাসী তারা এগিয়ে আসুন। যারা ইসলামের চেতনায় বিশ্বাসী তারা আসুন। এ মদ অবাধ করার সিদ্ধান্ত আমরা ঠেকাবো। দুদক কর্তকর্মাকে বরখাস্ত প্রসঙ্গে তিনি বলেন, দুদকের কর্তকর্মাকে অপসারণ করেছেন, সেজন্য মানুষ অন্দোলন করছে। আসলে এ সরকার দুর্নীতি রোধের কথা বলে, কিন্তু প্রশ্রয় দেয়।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এদেশে হারামকে বৈধতা দিতে চায় সরকার। কিন্তু দেশে কী হচ্ছে, সাধারণ মানুষ কেমন আছে সেটা দেখার সময় তাদের নেই। তাদের আরেক চাওয়া ক্ষমতা। সেটা ঠিক থাকলে সব ঠিক। চিরকাল ক্ষমতায় থাকতে চায়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এরপর বায়তুল মোকাররম থেকে রাজধানীর কাকরাইলের মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: