সম্পর্ক নিয়ে অকপট জয়া: ভুল বোঝাবুঝি তো থাকবেই
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জয়া আহসান আলোচনা কিংবা চর্চায় থাকেন মূলত কাজ দিয়েই। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ বরাবরই নিজের কাছে, একান্তে রাখেন। তাই এক যুগ ধরে সিঙ্গেল জীবন কাটালেও সে বিষয়ে কখনও টুঁ শব্দ করেননি। কিন্তু সম্পর্ক তো এসেছে তার জীবনে। সেগুলো লালনও করেছেন। সেজন্য সম্পর্ক নিয়ে তার আলাদা ভাবনা-বিশ্বাসও আছে।
অকপটে সেই ভাবনার দুয়ার খুললেন জয়া। বললেন, তিনি বরাবরই সম্পর্ক ভালো রাখায় বিশ্বাসী। দুই বাংলাজয়ী এ অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষ পর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য পক্ষ থেকে যদি শেষ না করে দেওয়া হয়, আমি সম্পর্ক ভালো রাখাতেই বিশ্বাসী। আমি চাই সম্পর্ককে সারাজীবন লালন করতে।’
প্রিয়জনের ভালো-মন্দ দুই সময়েই পাশে থাকতে চান জয়া। তিনি বললেন, ‘আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি এবং করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনও মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনও মানুষের ভালো সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস।’
প্রশ্ন আসতে পারে, সম্পর্ক নিয়ে আচমকা এত আলাপ করছেন কেন জয়া? কারণ তার নতুন যে ছবিটি মুক্তি পাচ্ছে, সেটির গল্প সম্পর্ক আর দাম্পত্য ঘিরেই। নাম ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। তাই কলকাতায় অবস্থান করছেন জয়া। আর অংশ নিচ্ছেন প্রচারণায়, বিভিন্ন সাক্ষাৎকারে। সেই সুবাদেই তার দিকে ছুটে আসছে সম্পর্ককেন্দ্রিক প্রশ্নমালা।
যুগের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কে কতখানি পরিবর্তন এসেছে? এমন প্রশ্নের বিপরীতে জয়ার উত্তর, ‘বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী প্রকাশ্যে বলেন বলেই আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন।’
উল্লেখ্য, ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসানের সঙ্গে আছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য ও লিলি চক্রবর্তীর মতো টলিউডের গুণী শিল্পীরা।