স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে
বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হতে পারে। বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে ৬ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে পরীক্ষা করাতে যাওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার বেশ কিছু দিন ধরে থেমে থেমে জ্বর আসছে। তাই আবাও হাসপাতালে নেয়ার দিকে মতামত দিয়েছে চিকিৎসকরা।
বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার শারীরিক নানা জটিলতা দেখা দেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews