স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তদন্তের দাবি জানালেন আনারের মেয়ে
প্রথম নিউজ, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার (১২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর কাছে এ দাবি জানান তিনি।
ডরিন বলেন, আমি শুনেছি, অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে। আমরা চাই, কোনো চাপে যাতে বিচার ব্যাহত না হয়। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।