সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানীর একটি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

প্রথম নিউজ, অনলাইন : জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানীর একটি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে রাত ১০টায় আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

আটবার জাতীয় সংসদ-সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসাবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর বনানী থেকে রাতে তাকে গ্রেফতার করা হয়।