সাবেক এমপি সালাম মূর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

 সাবেক এমপি সালাম মূর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম নিউজ, খুলনা : বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলার ঘটনায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন দিঘলিয়া থানায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এসময় আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিরা কাটা রাইফেল, বন্দুকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলা করেন। বন্দুক দিয়ে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে লাগে। এছাড়া আসামিরা দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটান। তাদের রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন জখম হন।

খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন তিনি।