সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় আ.লীগ: হাছান মাহমুদ
তিনি বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একইসাথে মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত সমীচীন নয়।
প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয় জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।
আজ রবিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত মা দিবস উপলক্ষে গরবিনী মা সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে গতকালের ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় সাম্প্রতিক সময়ে রেলপথের ঘটনায় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডক্টর হাছান মাহমুদ বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একইসাথে মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত সমীচীন নয়।
এসময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বক্তব্য রাখেন। এসময় ১০ জন গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews