সফটওয়্যারে ত্রুটি : ঢাকা শেয়ার বাজারে লেনদেন বন্ধ
আজ সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
প্রথম নিউজ, ঢাকা: ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ আছে। সমস্যা সমাধানে ডিএসইর আইটি টিম, নাসডাকসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। আশা করা যাচ্ছে খুব শিগগির লেনদেন চালু হবে।
তবে ১১টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্তও ডিএসইর লেনদেন চালু হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews