সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে

দুই দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ জন্য সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
ভোটারদের লাইন

প্রথম নিউজ, ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়। দুই দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ জন্য সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) নির্বাচনের প্রথম দিনে মোট ৮ হাজার ৬২৩ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ২ হাজার ৮২৬ জনের মধ্যে ব্যালট বাতিল হয়েছে ৯ জনের। এবারের নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম এবং সম্পাদক পদে মো. আবদুন নূর দুলালকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি সহ-সম্পাদক পদে মো. হারুনুর রশিদ ও এ বি এম হামিদুল মিসবাহ, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম এবং সাতটি সদস্য পদে অ্যাডভোকেট হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কুণ্ডু , শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগমকে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে প্রার্থীরা হয়েছেন সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল)-কে প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং সাতটি সদস্য পদে মো. গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, মাহদীন চৌধুরী, ফাতিমা আক্তার, মোহাম্মদ ফয়সাল দস্তগীর, মো. মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম বাঁধনকে প্রার্থী করা হয়েছে।

দুটি প্রধান দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫জন। ফলে সর্বমোট ৩৩ প্রার্থী এবারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়াই করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দু’টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom