সোনার ভরি বেড়ে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা

প্রথম নিউজ, অনলাইন: দেশের বাজারে সোনার দাম বেড়ে এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ শনিবার (১৯ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল রবিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।