ভারত বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারতে সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। লাহোরে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেলেও নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে জ্যোতিরা। টানা দুই হারে বাংলাদেশের নেট রানরেট নেমে দাড়িয়েছিল ০.৬৩৯। বাংলাদেশের এই নেট রানরেট টপকে যেতে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রান করতে হতো ১০.১ ওভারের মধ্যে। ক্যারিবীয়রা তা পারেননি। তারা ১০.৫ ওভারে ১৬৮ রান করে ম্যাচ জেতায় নেট রানরেটে পিছিয়ে পড়ে (০.৬২৬)।
উইন্ডিজ রান তাড়া করতে পামার পর থেকেই ছিল টান টান উত্তেজনা। সমীকরণ একটা পর্যায়ে এমন ছিল যে স্কোর সমান হয়ে গেলে ছক্কা মেরে ১২ ওভারের মধ্যে ১৭২ রান করলেও বাংলাদেশকে টপকে যেতে পারতো ক্যারিবীয় মেয়েরা। তবে ১০.৪ ওভার শেষে উইন্ডিজের স্কোর ছিল ১৬২ রান। ফলে ক্যারিবীয় মেয়েদের সামনে সুযোগ ছিল পরের বলে চার মেরে স্কোর সমান করে তার পরের বলে ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপে টিকিট পাওয়ার। কিন্তু ১০.৫ ওভারে টেইলরের করা শটটি ছক্কা হয়ে গেলে ম্যাচ জেতে উইন্ডিজ। তবু বিশ্বকাপে না যেতে পারার হতাশায় ম্লান হয় সেই জয়ের আনন্দ।
বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এবার বাছাই পর্ব থেকে মূলপর্ব নিশ্চিত করেছে পাকিস্তান। এছাড়াও আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থেকে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।