সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুজনের মৃত্যু
ডা. এনামুর রহমান জানান, এখন পর্যন্ত বন্যায় দুজন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত এক কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। দুই জেলায় এখন পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
প্রথম নিউজ, সিলেট: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে সিলেট-সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানান, সিলেটের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
এরই মধ্যে বন্যাকবলিত অঞ্চলে মানুষকে রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। বন্যার ফলে ওই অঞ্চলগুলোতে সড়কের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এদিকে বৃষ্টিপাতের এ ধারা আরও দুদিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস বলেছে। এর পর পানি নামতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে ডা. এনামুর রহমান জানান, এখন পর্যন্ত বন্যায় দুজন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত এক কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। দুই জেলায় এখন পর্যন্ত ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এদিকে, দুই জেলার বন্যা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী আরও ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews