সেনাবাহিনীর মাধ্যমে পিটিআইকে নিশ্চিহ্ন করতে চায় সরকার: ইমরান খান
জামান পার্কের বাসভবনে এক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান খান।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সরকার সেনাবাহিনীর মাধ্যমে পিটিআইকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। খবর ডনের। জামান পার্কের বাসভবনে এক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান খান। ইমরান আরও বলেন, তার দল ত্রাসের রাজত্বের মুখোমুখি হয়েছে। পিটিআইয়ের কয়েকজন নেতা ও সদস্যকে গ্রেফতারের সমালোচনা করে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নজিরবিহীন দমন-পীড়ন চলছে। দলের অনেক নেতাকর্মী কারাগারে। তারা আদালত থেকে জামিন পান এবং আদালত থেকে বের হওয়ার পর আবার গ্রেফতার হন। জামান পার্কের বাসভবনে সন্ত্রাসী থাকার দাবি করে অভিযান চালায় পুলিশ। পরে ৮ জনকে গ্রেফতার করা হয়। পাঞ্জাব পুলিশের সিনিয়র পুলিশ সুপার হাসান জাভিদ বলেছেন, সন্দেহভাজনরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কাছের একটি সেতু দিয়ে পালানোর চেষ্টা করছিল।