স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মাহমুদুল্লাহ

গত ২০শে মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ২১তম সমাবর্তনে অংশ নেন সাকিব আল হাসান।

স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মাহমুদুল্লাহ
স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মাহমুদুল্লাহ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সাকিব আল হাসানের গ্র্যাজুয়েট হওয়ার খবর প্রায় সবারই জানা। টাইগার অধিনায়কের সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও। গত ২০শে মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ২১তম সমাবর্তনে অংশ নেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়টির অনুষ্ঠানে যেতে পারেননি মাহমুদুল্লাহ। আজ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এআইইউবি থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করার কথা জানান রিয়াদ। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং আমার সর্বাত্মক প্রচেষ্টায় সবসময় ক্লাসে অংশ নেয়ার চেষ্টা করেছি। নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছি এবং পরীক্ষার হলে বসেছি।’

২০০৭ সালে বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেটীয় যাত্রা শুরু হয় রিয়াদের। পেশাদার ক্রিকেটার হিসেবে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কঠিন ছিল তার জন্য। মাহমুদুল্লাহ লিখেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে স্নাতকোত্তর সম্পন্ন করা কঠিন। তবে এআইইউবি থেকে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন (এমবিএ) শেষ করেছি। দুর্ভাগ্যবশত ক্রিকেট ম্যাচ থাকায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এআইইউবিকে ধন্যবাদ।’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমার খেলোয়াড়ি জীবনের অনেক বছর হলো। আগে আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই কারণে যে, অবশেষে আমার একটি স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি অর্জন করেছি, তবে এটা সবসময়ের স্বপ্ন ছিল।’  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: