স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ১০

শনিবার বিকালে ওই স্কুল শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে রাস্তার পাশে একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রনি। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে রনির চেষ্টা ব্যর্থ হয়। 

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ১০
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ১০

প্রথম নিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত শনিবার সন্ধ্যার দিকে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শ্রী অকিল চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আহতরা হলেন, শ্রী অকিল চন্দ্র সরকার (৪৫), শ্রী মুকুল চন্দ্র সরকার (৩৫), শ্রী সুভাশীষ চন্দ্র সরকার (২৬), শ্রী সুনীল চন্দ্র সরকার (৫০) ও সতীর্থ কর্মকার (২৪)। রনি মিয়া (২১), হাছেন আলী (৪৫), শমসের আলী (৫০), হুমায়ুন আহমেদ (২৪) ও জনি আলম (২১)। সকলের বাড়ি ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায়। 

অভিযোগ সূত্রে  জানা গেছে, হাছেন আলীর ছেলে রনি মিয়া (২১) গত ফেব্রুয়ারি থেকে একই এলাকার নবম শ্রেনীর শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ফুল ও চিঠিপত্র দিতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষার্থীর বাবা শ্রী অকিল চন্দ্র সরকার উত্ত্যক্তকারী রনি মিয়ার বাবা হাছেন আলীর কাছে নালিশ করলে রনি মিয়া ক্ষিপ্ত হয়ে যান। শনিবার বিকালে ওই স্কুল শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে রাস্তার পাশে একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রনি। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হলে রনির চেষ্টা ব্যর্থ হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: