ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তানে সাবেক তিন তারকা জেনারেল গ্রেপ্তার
আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহের আদালতে তোলা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে।
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানের অবসরপ্রাপ্ত একজন তিন তারকা জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেয়ার অভিযোগে ইসলামাবাদ পুলিশ সোমবার সকালে আটক করেছে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আমজাদ শোয়েবকে। এরপর তাকে স্থানীয় একটি আদালতে তোলা হয়। আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহের আদালতে তোলা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। শুনানিকালে আদালতকে প্রসিকিউশন থেকে জানানো হয়, সাবেক এই তিন তারকা জেনারেলের বিরুদ্ধে কি মামলা করা হয়েছে। একই সঙ্গে তার সাত দিনের রিমাণ্ড দাবি করা হয়। প্রসিকিউটর আদনান সাবেক এই জেনারেলের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। বলা হয়, টেলিভিশনে বিবৃতি দেয়ার মাধ্যমে আমজাদ শোয়েব সরকার, বিরোধী দল এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন। আদালতের কাছে এই আইনজীবী বলেন, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি ফটোগ্রাম্যাট্রিক টেস্ট করা দরকার এবং এ জন্য তাকে লাহোর নেয়া প্রয়োজন। এরপর প্রসিকিউশন থেকে তার সাত দিনের রিমাণ্ড দাবি করা হয়।
কিন্তু লেফটেন্যান্ট শোয়েবের আইনজীবী মুদাচ্ছির খালিদ আব্বাসি রিমাণ্ড আবেদনের বিরোধিতা করেন। পক্ষান্তরে তিনি তার মক্কেলের মুক্তি দাবি করেন। তিনি বলেন, আমজাদ শোয়েবের বিরুদ্ধে এফআইআরে যে ধারা ব্যবহার করা হয়েছে, তা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, একটি নির্দিষ্ট পরিস্থিতির উদাহরণ দিয়েছেন শুধু তার মক্কেল। তিনি আরও দাবি করেন আমজাদ শোয়েবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা রাজনৈতিক কারণে। এর মধ্য দিয়ে তার মক্কেলকে হয়রান করা হচ্ছে বলে দাবি করেন তিনি। মুদাচ্ছির আব্বাস আরও বলেন, যদি সমালোচনা অন্যায় হয়, তাহলে বিরোধিতার সিস্টেমকে বাতিল করে দেন।
আমজাদ শোয়েবের আরেকজন আইনজীবী কাসের ইমরান আদালতে বলেন, কিছু শব্দ উচ্চারণের কথা স্বীকার করেছেন সাবেক ওই সেনা কর্মকর্তা। তাই ফটোগ্রাম্যাট্রিক পরীক্ষা এবং ভয়েস ম্যাচিং পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রসিকিউশন থেকে ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করা হয়, এই পরীক্ষা করা প্রয়োজন। এ অবস্থায় আমজাদ শোয়েবের তৃতীয় আইনজীবী রিয়াসাত আলি আজাদ আদালতে বলেন, তার মক্কেল একজন দেশপ্রেমিক। ১৯৬৫ এবং ১৯৭১ সালে যুদ্ধে লড়াই করেছেন তার মক্কেল। এরপর এই সেনা কর্মকর্তার তিন আইনজীবীই তার বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়ার আবেদন করেন। কিন্তু এর বিরোধিতা করে প্রসিকিউশন। এ অবস্থায় আদালত তার রায় দিয়ে দেন।
সোমবার সকালে রমনা পুলিশ স্টেশনের পুলিশ বাহিনী সাবেক এই সেনা কর্মকর্তার ইসলামাবাদের বাসভবন ঘিরে ফেলে। তার আগেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়। গত ২৫শে ফেব্রুয়ারি ইসলামাবাদে রমনা পুলিশ স্টেশনে মামলা হয় আমজাদ শোয়েবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলা হয়েছে পাকিস্তানের দণ্ডবিধির ১৫৩এ এবং ৫০৫ ধারার অধীনে। মামলাটি হয়েছে ম্যাজিস্ট্রেট ওয়েস খানের আদালতে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোতে বিদ্রোহ সৃষ্টির মাধ্যমে তিনি জনগণকে উস্কানি দিচ্ছেন এবং সম্প্রীতি নষ্ট, নৈরাজ্য সৃষ্টি, আইনশৃংখলা পরিস্থিতির অবনতির পাঁয়তারা করছেন। তিনি সরকারি কর্মকর্তাদের মধ্যে উস্কানি দিয়ে তাদেরকে সরকারি দায়িত্বের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছেন। এর মধ্য দিয়ে দেশকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন। এর আগে জেনারেল আমজাদ শোয়েব পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ইসরাইলি একটি টিমের মধ্যে মিটিং নিয়ে মন্তব্য করেন। এ জন্য ৭ই সেপ্টেম্বর তাকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে তলব করা হয়। তিনি তাতে উপস্থিত হতে ব্যর্থ হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: