ষড়যন্ত্র করে পতন ঠেকানো যাবে না: যুবদল সভাপতি

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নানান রকম ফন্দি-ফিকির করছে, ষড়যন্ত্র করছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না।

ষড়যন্ত্র করে পতন ঠেকানো যাবে না: যুবদল সভাপতি
ষড়যন্ত্র করে পতন ঠেকানো যাবে না: যুবদল সভাপতি

প্রথম নিউজ, ঢাকা : জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নানান রকম ফন্দি-ফিকির করছে, ষড়যন্ত্র করছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না। এবার তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। তাদের সকল অন্যায়-অত্যাচার, লুটপাট, গুম-খুনের কড়ায় কন্ডায় হিসেব নেওয়া হবে। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।  রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ১৫ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ এবং ১৮ মার্চ বিএনপির ঘোষিত সারাদেশে প্রত্যেক মহানগরে যুগপৎ সমাবেশ নিয়ে নিজেদের পস্তুতি নিয়ে আলোচনা করেন। 

টুকু বলেন, আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বি ভাবছে। একটি রাষ্ট্রে জনগণকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশী মতো রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি যে শুভ হয় না, সে কথাটি আওয়ামী সরকার ভুলে গেছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে। মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: