শহীদুল্লাহ হলের সামনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার 

শহীদুল্লাহ হলের সামনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার 

প্রথম নিউজ, ঢাকা : বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে যাত্রী ছাউনির ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা ওই ব্যক্তির নাম জানতে পারলেও পরিচয় জানতে পারিনি। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে তার নাম জানতে পেরেছি। তিনি অনেকটা ভবঘুরেদের মতো ওই এলাকায় ঘোরাফেরা করতেন। 

তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।