ধানখেতে মিলল ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ

ধানখেতে মিলল ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ

প্রথম নিউজ, যশোর : যশোরের বেনাপোলে ধানখেত থেকে সজীব গাজী (২৬) নামে এক ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালে বেনাপোল ইউনিয়নের পদ্মবিলা নামক বিলে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


নিহত সজীব গাজী বেনাপোল পোর্টা থানাধীন উত্তর গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন পদ্মবিলা বিলের মধ্যে গলা কাটা মরদেহটি দেখতে পায়। এ সময় রাস্তায় ওপর একজোড়া জুতা পড়েছিল।


নিহতের স্বজনদের দাবি, সজীব গাজী গতকাল রাতে বাসায় ফেরেনি। ভোরে ছিনতাইকারীরা ইজিবাইক ছিনতাই করার সময় গলা কেটে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, উত্তর গয়ড়া থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত চলছে।