শহীদ মিনারে রিকশাচালকরা, 'ভুয়া-ভুয়া’ স্লোগান
প্রথম নিউজ, ঢাকা : সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করছে ছাত্র-জনতা। আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শহীদ মিনারের সামনে রিকশা থামিয়ে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের।
শনিবার (৩ আগস্ট) দুপুর ৩টায় সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও যোগ দিচ্ছেন। শহীদ মিনার এলাকায় চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রিকশা থামিয়ে মিছিল করছেন রিকশাচালকরাও৷
এসময় রিকশাচালকরা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন৷