শরীয়তপুরে ভুয়া কবিরাজকে জরিমানা
প্রথম নিউজ, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ওলিউল্লাহ মোল্যা (৫৫) নামের এক ভুয়া কবিরাজকে পাঁচ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তাকে এ জরিমানা করেন। একই সঙ্গে ভুয়া কবিরাজকে মুচলেকা নিয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয়দের কাছ থেকে মৌখিক অভিযোগ পাচ্ছিলাম। তিনি দীর্ঘদিন ধরে মানুষকে ভুয়া চিকিৎসা দিয়ে ঠকাচ্ছিলেন। এসব তথ্যর ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে কিছু প্রমাণ পেয়ে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আর ভুয়া চিকিৎসা করবে না এমন শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। আগামীতে উপজেলার এমন ভুয়া কবিরাজের তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।