শ্রীলেখা কোথায়? দুশ্চিন্তায় অনুরাগীরা

শ্রীলেখা কোথায়? দুশ্চিন্তায় অনুরাগীরা

প্রথম নিউজ, প্রবাস ডেস্ক: টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখন কোথায়? তাকে নিয়ে চিন্তিত অনুরাগীরা। জানা গেছে, বর্তমানে নিজ শহরের বাইরে সময় কাটাতে গেছেন তিনি।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পাহাড়ি রাস্তার কিছু ভিডিও পোস্ট করেন শ্রীলেখা। সঙ্গে লেখেন, ‘অবশেষে পৌঁছালাম। মোটামুটি প্রাণ হাতে করে পৌঁছালাম।’ এই লেখা দেখেই তার অনুরাগীরা দুশ্চিন্তা করতে শুরু করেন।

আসলে ব্যক্তিগত কাজে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন শ্রীলেখা। কাজ সেরে হঠাৎই পরিকল্পনা করেন উত্তরাখণ্ডে যাওয়ার। সেই অনুযায়ী রোববার দুপুরে দিল্লি থেকে হৃষীকেশের উদ্দেশে যাত্রা করেন অভিনেত্রী। কিন্তু গন্তব্যস্থল ছিল হৃষীকেশ থেকে আরও ৭ কিলোমিটার পাহাড়ি খাড়াই রাস্তার শেষে। গন্তব্য নীড় ঘর জলপ্রপাত। শ্রীলেখা বললেন, ‘কয়েকদিন ভেবেছিলাম পাহাড়ে থাকব। কিন্তু এ রকম অভিজ্ঞতা হবে জানলে অন্য কোনো জায়গার কথা ভাবতাম।’

রোববার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হোটেলে পৌঁছান শ্রীলেখা। বলছিলেন, ‘পাহাড়ে রাত নামছে। এদিকে আমি একা। তার ওপর মাঝে কোথাও রাস্তা প্রায় নেই বললেই চলে। হোটেল কর্মীরাও আগে থেকে কিছু জানাননি।’

রাস্তার শোচনীয় অবস্থা দেখে গাড়িচালককে রীতিমতো নির্দেশ দিতে থাকেন অভিনেত্রী। শ্রীলেখা বললেন, ‘মাঝে এক জায়গায় দেখলাম রাস্তা নেই। গাড়ি আর এগোবে না। গাড়ি যাতে গড়িয়ে না যায় সেজন্য আমি নিজে গাড়ির চাকায় পাথর দিই। ভয়াবহ অভিজ্ঞতা!’

সামনের কয়েকদিন আপাতত পাহাড়েই থাকবেন অভিনেত্রী। জানালেন, হেঁটে এলাকাটা ঘোরার ইচ্ছে রয়েছে তার। পাশাপাশি পাহাড়ি নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে চান। আগামী ২০ সেপ্টেম্বর দিল্লি ফিরবেন শ্রীলেখা।