শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০), মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়া (৩২) ও তার মেয়ে নুসরাত (৭)। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জেলার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, বাবুল মিয়া তার শাশুড়ি বাছিরন ও মেয়ে নুসরাতকে নিয়ে মোটরসাইকেলযোগে বদনীভাঙ্গা গ্রাম থেকে বেতঝুড়ি এলাকার দিকে যাচ্ছিলেন।
এ সময় বদনীভাঙ্গা চুক্কাবাড়ি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাকড়িবোঝাই একটি ট্রাকের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাছিরন ঘটনাস্থলেই নিহত হন। আর তার নাতি ও জামাতা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুসরাতের মৃত্যু হয়। পরে বাবুল মিয়া ও মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। একইসাথে ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: