শ্যুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা

শ্যুটিংয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সিনেমার শ্যুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে

 শ্যুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা
 শ্যুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা

প্রথম নিউজ, ডেস্ক : শ্যুটিংয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সিনেমার শ্যুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শ্যুটিংয়ের আগে ঘোড়ায় চড়ার ট্রেনিং করছিলেন বলিউডের এ অভিনেতা। সেইসময় হঠাৎ জ্ঞান হারিয়ে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে যান তিনি। এ ঘটনায় গুরুতর আঘাত পান রণদীপ।

পরবর্তীতে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রণদীপের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

এর আগে সালমান খানের সাথে ‘রাধে’ চলচ্চিত্রের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় চোট পেয়েছিলেন রণদীপ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: