শুভ জন্মাষ্টমী আজ

সোমবার শোভাযাত্রাটি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের করা হবে।

শুভ জন্মাষ্টমী আজ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, আজকের এইদিনে অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকেই মূলত শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবারের ন্যায় এবারো শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালনে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার শোভাযাত্রাটি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের করা হবে। শোভাযাত্রা পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ্‌ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে গিয়ে শেষ হবে বাহাদুর শাহ্‌ পার্কে গিয়ে।

এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, শ্রীকৃষ্ণের তিথিবিহীত পূজা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আর জন্মাষ্টমী পালনে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাকে ঘিরে ওই এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকেশ্বরী টু বাহাদুর শাহ্‌ পার্ক এলাকা পরিহার করতে বলা হয়েছে। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে ১০টি নির্দেশনাও দেয়া হয়েছে। নির্দেশনায় ডিএমপি বলেছে, উল্লেখিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করতে অনুরোধ করা হলো। 

রুট এলাকার আশপাশের সকল দোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখতে অনুরোধ করা হলো। উচ্চৈঃস্বরে পিএ/সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য অনুরোধ করা হলো। শোভাযাত্রায় প্রারম্ভিক অবস্থা থেকে মিলিত হতে হবে, কোনোক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না। শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন। শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।