গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে বলা হয়েছে, গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শহরের ‘হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে থাকা বিশিষ্ট সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।
তবে তারা কোনো স্কুলের নাম উল্লেখ করেনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৯৭ জন নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ দখলের জন্য তাদের স্থল অভিযান সম্প্রসারিত হচ্ছে।

গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, দার আল-আরকাম স্কুলে হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
তিনি আরো বলেন, অন্তঃসত্ত্বা এক নারী (তার গর্ভে যমজ সন্তান ছিল), এ ছাড়া তার স্বামী, তার বোন এবং তিন সন্তান নিখোঁজ রয়েছেন।

কাছের আল-আহলি হাসপাতালের ভিডিওতে দেখা গেছে, শিশুদের গাড়ি ও ট্রাকে করে গুরুতর আহত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা শহরের যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাস যোদ্ধারা ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছে। এতে আরো বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতভর গাজা শহরের পূর্ব শেজাইয়া জেলার বেশ কয়েকটি বাড়িতে বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তারা একটি ভিডিও পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে দুটি ছোট শিশুর মৃতদেহ উদ্ধার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠেন। আইডিএফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে তারা শেজাইয়া এবং পার্শ্ববর্তী চারটি এলাকার বাসিন্দাদের পশ্চিম গাজা শহরে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করার জন্য... কাজ করছে।’