শিবিরের সাবেক সভাপতিসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

শিবিরের সাবেক সভাপতিসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ধানমন্ডির একটি ভবনের অফিসকক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার শিবিরের সাবেক সভাপতিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা খন্দকার মিজানুর রহমান এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

রোববার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের পুলিশ পরিদর্শক আবুল বাশার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

ধানমন্ডি মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিস থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিটিটিসির পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়  ৪০০/৫০০ জনকে আসামি করে ধানমন্ডি মডেল থানায় থানায় মামলা দায়ের করেন।