শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত
আসনে শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হবে।
প্রথম নিউজ, ঢাকা: আসনে শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হবে। আর অর্ধেক টিকিটি বিক্রি হবে রেলস্টেশনে। সোমবার বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।
রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতোমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে রেলে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। তাই যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে শতভাগ আসনে যাত্রী পরিবহণের সিদ্ধান্ত হয়েছে। এর আগে দেশে করোনার ওমিক্রন ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস, ট্রেন ও লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে অর্ধেক আসন নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: