শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন, জানালেন চিকিৎসক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন, জানালেন চিকিৎসক
শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন, জানালেন চিকিৎসক

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে এই অভিনেত্রীর। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। শারমিনের শারীরিক অবস্থা গত দুই দিনের মতো এখনো অপরিবর্তিত।  রক্তে প্লাজমা কমতে থাকায় তাকে প্লাজমা দেওয়া হচ্ছে।

হাসপাতালের এইচডিইউতে রেখেই এই অভিনেত্রীর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা বুঝে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, অভিনেত্রী শারমিনের অবস্থা আজও একই রকম রয়েছে। তেমন পরিবর্তন হয়নি। আমরা তাকে নিয়মিত দেখভাল করছি। সেরে উঠতে একটু সময় লাগবে। এর আগে তিনি জানিয়েছিলেন, শারমিনের শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে। তার শ্বাসনালি পুড়ে গেছে, খুব একটা শঙ্কামুক্ত নন।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির জানিয়েছিলেন, শারমিন মিরপুরের একটি শুটিং হাউসে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে যায়। চট্টগ্রামে বেড়ে ওঠা শারমিন মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: