শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণ করায় গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণ করায় গ্রেপ্তার ৪

প্রথম নিউজ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ অক্টোবর) সকালে নাটোর র‍্যাব অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগাতিপাড়া উপজেলার জামনগর শাহাপাড়া এলাকার তুজাম্মেল হকের ছেলে সম্রাট ইসলাম (২২), একই উপজেলা বাঁশবাড়িয়া শালাইনগর এলাবার বদর আলীর ছেলে সুমন আলী (৩০), একই উপজেলার কালিকাপুর দিয়ারপাড়ার এলাকার আ. হান্নানের ছেলে মো. নয়ন আলী (৩০) এবং শালাইনগর পূর্বপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রিপন আলী (৪০)।

নাটোর র‍্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ জন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে ৪টি সিপিইউ, ৫টি হার্ডডিক্স, ২টি এসএসডি কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি সরবারহ করতেন। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।