শিক্ষকের ওপর হামলা বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও ‘সারাদেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ চলছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা এবং ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন।