শাকিবের ‘প্রিয়তমা’র নির্মাতা বললেন ‘অন্তর্জাল’ আধুনিক সিনেমা
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল।
প্রথম নিউজ, বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। বাংলাদেশ তো বটেই বিশ্বের বাইরেও সিনেমাটির জয়জয়কার হয়েছে। এটির নির্মাতা হিমেল আশরাফ। এবার তিনি সম্প্রতি মুক্তি পাওয়া নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’কে তার দেখা ‘সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল হিসেবে অভিহিত করলেন।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা অন্তর্জাল। সিয়াম, মিম, সুনেরা, সুমন, রওনকসহ পুরা টিম তাদের বেস্টটা দিয়েছে। আলাদা করে সিয়ামের নামটা না বললেই না, কি অসাধারণ! দীপঙ্কর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক সেটা আবারও প্রমাণ করলেন। দাদা হ্যাটস অব টু ইউ।
পাশাপাশি তিনি অন্যদেরও অনুরোধ করেন। হিমেল আরও লিখেছেন, আমার বন্ধু তালিকায় আমার অনেক আমেরিকান প্রিয় মানুষজন আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা হলে গিয়ে অন্তর্জাল দেখবেন। সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো সিনেমার সাথে সবচেয়ে জরুরি ভালো দর্শক। আমরা যদি না দেখি তবে কেমনে ভালো সিনেমা হবে!
এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমা প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।