লিবিয়ায় পৌঁছেছে বাংলাদেশি ডাক্তার-নার্সদের দ্বিতীয় ব্যাচ
প্রথম নিউজ, ঢাকা : লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া বাংলাদেশি ডাক্তার-নার্সদের দ্বিতীয় ব্যাচ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ত্রিপলিতে পৌঁছেছে।
শুক্রবার (১৮ আগস্ট) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশি ডাক্তার-নার্সদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স নিয়োগের জন্য লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি নিয়োগপ্রাপ্ত সকল ডাক্তার-নার্সকে অভিনন্দন জানান এবং লিবিয়ায় তাদেরকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত ডাক্তার-নার্সদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
নিয়োগপ্রাপ্ত ডাক্তার-নার্সদেরকে চিকিৎসার সময় বিনয়ী ও সহানুভূতিশীল আচরণের পরামর্শ দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, উন্নত ও প্রতিশ্রুতিশীল স্বাস্থ্যসেবার মাধ্যমে রোগীর মন জয় করা সম্ভব হলে ভবিষ্যতে লিবিয়ায় আরও বাংলাদেশি ডাক্তার-নার্সের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে।
বৈঠকে রাষ্ট্রদূত আগত পেশাজীবীদেরকে লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এছাড়া তিনি তাদেরকে ভাষাগত দক্ষতাসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য ধারণের অনুরোধ জানান।
এ সময় রাষ্ট্রদূত তাদেরকে চুক্তি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানবসম্পদ বিভাগের মহাপরিচালক ও দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূতকে পৌঁছে দেন। তিনি আগত বাংলাদেশি পেশাজীবীদের লিবিয়ায় স্বাগত জানিয়ে তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।