লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪, গ্রেপ্তার ১

রোববার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব লন্ডনের বারমন্ডসে’র প্রায় ৬ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়িতে

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪, গ্রেপ্তার ১
লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪, গ্রেপ্তার ১

প্রথম নিউজ, ডেস্ক : লন্ডনে ছুরিকাঘাতে একই বাড়িতে নিহত হয়েছেন চারজন। এর মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় সন্দেহজনকভাবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব লন্ডনের বারমন্ডসে’র প্রায় ৬ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়িতে। ঘটনার পর পরই স্কটল্যান্ড ইয়ার্ডসের গোয়েন্দাদের সেখানে ডেকে পাঠানো হয়। ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে তারা পৌঁছে জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এ সময় দেখতে পান ছুরিকাঘাতে মারাত্মক আহত চারজন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।ইমার্জেন্সি সার্ভিসের সেবা দেয়া সত্ত্বেও ঘটনাস্থলে তারা মারা যান। এখন নিহতদের আত্মীয়স্বজনের খোঁজ করছে পুলিশ।

এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, নিহতদের লাশের ময়না তদন্ত রিপোর্ট হওয়ার কথা। এতে জড়িত সন্দেহে দক্ষিণ লন্ডনের এক পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে একজনকে। অ্যানি বারকেট (৬০) নামের একজন অধিবাসীর বাড়ির পিছনের বেডরুম দিয়ে ঘটনাস্থল ওই বাড়িটি দেখা যায়। তিনি বলেছেন, পুলিশের সাইরেনের শব্দে এবং রাত প্রায় দু’টার দিকে বাড়ির ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দেয়ার শব্দে তিনি জেগে যান। বলেন, ওই সময় পুরো রাস্তা ছিল আলোয় সয়লাব। কিন্তু তিনি অথবা তার স্বামী বাড়ির বাইরে যাননি অথবা তারা কিছু দেখেনও নি। হত্যাকাণ্ড সম্পর্কে তিনি হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, আমার একেবারেই পড়শির বাড়িতে এমন ঘটনা কখনো কাম্য নয়।

ঘটনাস্থলের কাছাকাছি ডেলাফোর্ড রোডে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছেন। কর্মকর্তারা বলছেন যে চারজনকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী একে অন্যকে চিনতেন এমনও হতে পারে। ঘটনায় শোক প্রকাশ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। নিহতদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom