লিটন বাদ, একাদশে তিন পরিবর্তন

 লিটন বাদ, একাদশে তিন পরিবর্তন

প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন লিটন দাস, জাকের আলী অনিক ও নাইম হাসান। দলে ফিরেছেন জাকির হাসান, নাহিদ রানা ও মাহিদুল ইসলাম অঙ্কন। জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার কারণে একাদশ থেকে ছিটকে গেছেন লিটন।

আজই টেস্ট ক্রিকেটে অভিষেক হলো অঙ্কনের। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে ১ হাজার ৯৩৪ রান করেছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। গড় ৩০.৬৯।

দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন ম্যাথিউ ব্রিটজকে ও ডেন পিডট। দলে ফিরেছেন সেনুরান মুথুসামি ও ডেন পিটারসন।

এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, উইয়ান মুলদার, কেশব মহারাজ, ডেন পিটারসন, কাগিসো রাবাদা।

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।