‘লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে’

মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই। 

‘লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনেক তারকরাই ফেসবুকে পোস্ট করেছেন। কেউ সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে লিখেছেন কেউ আন্দোলন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তারকাদের মধ্যে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তাদের মধ্যে অন্যতম  জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার (গতকাল) বিকালে দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এরকম আরো বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্রাডিশনালি সফ্ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।