লক্ষ্মীপুরের খুনের মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

লক্ষ্মীপুরের খুনের মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম: পারিবারিক বিরোধে লক্ষ্মীপুরে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা করে চট্টগ্রামে গা ঢাকা দিয়ে থাকা রেশমা আক্তারকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেশমা লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের এনায়েত উল্ল্যাহর মেয়ে।

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি বলেন, জমির পূর্ব বিরোধ নিয়ে গত ২৩ জুলাই দুই পরিবারের মারামারিতে রেশমা আকতার প্রতিপক্ষের আনোয়ার হোসেনকে আঘাত করেন। পরে তাকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই আনোয়ার মারা যান।

তিনি আরও বলেন, ওই ঘটনায় ভিকটিম আনোয়ার হোসেনের ছেলে বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি রেশমা আকতার আত্মগোপন করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় অবস্থান করছে জেনে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আনোয়ার হোসেন হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেছেন তিনি। পরে ওই নারীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।