লোকালয় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
শরণখোলা গ্রামের রিয়াদুল হাওলাদারের বাড়ি থেকে অজগর এবং খুড়িয়াখালী গ্রামের হালিম জোমাদ্দারের বাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করে শরণখোলা স্টেশন অফিসে নিয়ে যান বনরক্ষীরা।

প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর ও ৪ ফুট লম্বা বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শরণখোলা গ্রামের রিয়াদুল হাওলাদারের বাড়ি থেকে অজগর এবং খুড়িয়াখালী গ্রামের হালিম জোমাদ্দারের বাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করে শরণখোলা স্টেশন অফিসে নিয়ে যান বনরক্ষীরা।
উদ্ধারকৃত সাপদুটিকে বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা অজগর ও গোখরাসাপ বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews