রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৮ সদস্য গ্রেফতার
সোমবার (৫ জুন) রাতে ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় র্যাব এবং ৮ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আট সদস্যকে আটক করেছে।
সোমবার (৫ জুন) রাতে ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় র্যাব এবং ৮ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (১৯), নুর মোহাম্মদের ছেলে আবদুল আমিন (৪১), মৃত লোকমানের ছেলে হোসেন আহমেদ (৪৩), নুর বশরের ছেলে নুর হুদা (২৪), মৃত মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সলিম (২২), ক্যাম্প-১৩ এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৪), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সালেহ (২৫) এবং কুতুপালং ক্যাম্প-৪ এলাকার আবু সামাদের ছেলে ফায়েজুল আমিন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, আটক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।