‘রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র’
জোটে যোগদানে কিয়েভের উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করতে পারে না ন্যাটো। এটিই এখন গুরুত্বপূর্ণ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে একমাত্র উপায় হচ্ছে বিপর্যয়কর অস্ত্রের ব্যবহার করা। আর সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র বলে সতর্ক করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। খবর নিউজউইকের। উরমাস রেইনসালু বলেন, জোটে যোগদানে কিয়েভের উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করতে পারে না ন্যাটো। এটিই এখন গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভূখণ্ড পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি হুমকি। তিনি বলেন, ইউক্রেনের জন্য ন্যাটোর উন্মুক্ত দরজার নীতি এবং একসময় জোটের সদস্যপদ পাওয়ার আশ্বাস যথেষ্ট নয়।
উরমাস রেইনসালু বলেন, এই যুদ্ধের পর বাস্তবে আমরা যদি ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে না পাই, এর অর্থ হবে আমরা ভয় পাই অথবা আশঙ্কা করছি রাশিয়া আবারও আক্রমণ করবে এবং এর পর ন্যাটো দেশগুলো একটি বিশ্বযুদ্ধে জড়াবে, অন্তত ইউরোপীয় মহাদেশে। তিনি আরও বলেন, বড় আকারের যুদ্ধ পুনরায় ফিরে আসে। আমার মনে হয় এটি খুবই বিপজ্জনক। আমরা বিপদের লাগাম টেনে ধরতে পারিনি কিংবা বর্তমান যুদ্ধের ফল কী হবে তা জানি না, এমনটি স্বীকার করা খুব বিপজ্জনক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: