রিমার্ক প্রাঙ্গণে ‘স্ট্র্যাটেজিক পার্টনার্স মিট’ অনুষ্ঠিত
প্রথম নিউজ, ঢাকা : ফিতা কেটে রিমার্ক স্ট্র্যাটেজিক পার্টনারস মিট-২০২৩ এর উদ্বোধন করেন রিমার্ক এইচ বি লিমিটেড এর চেয়ারম্যান এস এম আশরাফুল আলম। এ সময় কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জের গজারিয়া ফ্যাক্টরি প্রাঙ্গণে রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিপার্টমেন্টের ‘স্ট্র্যাটেজিক পার্টনার্স মিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সব প্রান্তের স্ট্র্যাটেজিক পার্টনারদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শনিবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিমার্কের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, গুণগতমান এর নিশ্চয়তা, উদ্ভাবনী ক্ষমতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে রিমার্ক তার পার্টনারদের সাথে নিয়ে পাড়ি দিতে চায় সুদীর্ঘ পথ।
রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে কসমেটিকস, স্কিন কেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ারের পণ্য। বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় উন্নত মানের এসব পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব। বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আগত অতিথিরা ফ্যাক্টরি প্রাঙ্গণ এবং বিশ্বমানের প্রোডাকশন ফ্যাসিলিটিজ ঘুরে দেখেন। এই পার্টনার্স মিটে রিমার্কের উৎপাদিত বিভিন্ন পণ্য অতিথিদের সামনে তুলে ধরা হয় ও চলমান প্রমোশনাল কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। কোম্পানির পরবর্তী কর্ম পরিকল্পনা ও বিগত বছরের অর্জন সম্পর্কে আলোচনা করা হয়।রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনকেয়ার, কালার কসমেটিকস এবং হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য সহজলভ্য করা এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাপক বিনিয়োগে এগিয়ে এসেছে কোম্পানিটি।
বাংলাদেশে প্রথমবারের মতো কাপড়ের যত্নে রিমার্ক বাজারে এনেছে ‘অরিক্স ফেব্রিক শ্যাম্পু’। এছাড়াও, রিমার্কের উৎপাদিত সানবিট ডিশওয়াশ লিকুইড এবং বার দুই ভ্যারিয়েন্টে মার্কেটে পাওয়া যাচ্ছে। শিগগির বাজারে দুটি রেঞ্জেরই অত্যাধুনিক প্যাকেজিংয়ের ম্যাজিক স্কুইজ ও স্পাউট প্যাক পাওয়া যাবে।