রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

পবিত্র রমজান মাসেও উৎসবপ্রিয় মানুষ প্রতিবারের মতো এবারো প্রাণের টানে ছুটে এসেছেন এই আয়োজনে৷

রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

প্রথম নিউজ, ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর পহেলা বৈশাখের উৎসবে কোনও প্রাণ ছিলো না। দীর্ঘ  বিরতির পর আবারো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে শুরু হয়েছে বর্ষবরণের আবাহনের এ অনুষ্ঠান। পবিত্র রমজান মাসেও উৎসবপ্রিয় মানুষ প্রতিবারের মতো এবারো প্রাণের টানে ছুটে এসেছেন এই আয়োজনে৷

আজ বৃহস্পতিবার সকাল ৬টার পর শিল্পী শ্রাবন্তী ধরের কণ্ঠে রাগালাপের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। তিনি পরিবেশন করেন রাগ রামকেলী। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯–কে স্বাগত জানান।

রাগের উত্থান-পতনের মাঝে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। কণ্ঠ আর যন্ত্রের সুর শেষে যখন চোখ মেলেন, তখন তাদের পাশের ভিড় যেন বেড়েছে আরও কয়েকগুণ। বরাবরের মতোই মূল মঞ্চে বসেছেন ছায়ানট বিদ্যায়তনের নানা বর্ষের শিল্পীরা। সংখ্যায় তারা ৮৫ জন।

শিল্পীদের কণ্ঠে প্রথমেই গীত হয় রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’। এর বাইরে ছায়ানট বিদ্যায়তনের শিক্ষকরা রয়েছেন একক ও দ্বৈত পরিবেশনা নিয়ে। অনুষ্ঠানে পঞ্চকবির গান ছাড়াও থাকছে লোকগান, ব্রতচারীদের গান। ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের বর্ষবরণের বক্তব্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom