রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রথম নিউজ, রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের দেওয়ানি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, ঢাকার একটি নাশকতার মামলায় সোমবার দুপুর দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।