রাতে রাজধানীতে তিন গাড়িতে আগুন

মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও উত্তরায় এসব গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

রাতে রাজধানীতে তিন গাড়িতে আগুন

প্রথম নিউজ, অনলাইন: বিরোধী জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ শুরুর আগে রাতে রাজধানীতে তিন গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও উত্তরায় এসব গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসব তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে গাবতলীতে এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া উত্তরার জসীমউদ্দিন মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া কমলাপুর রেলস্টেশন ও সচিবালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।