রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

 রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শনিরআখড়া নুরপুর এলাকার একটি বাসা থেকে মোছা. নাসরিন আক্তার (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ছেলের ওপর অভিমান করে তিনি আত্নহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাই মোজাম্মেল জানান, আমার দুলাভাই প্রবাসে ছিলেন। এক বছর আগে তার মৃত্যু হয়। বোন নাসরিন আক্তারের সঙ্গে আজ পারিবারিক বিষয় নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া হয়। এই নিয়ে আমার বোন ছেলের ওপর অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে ছেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নারানদিয়া গ্রামে। বর্তমানে শনির আখড়া নুরপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।